অ্যাথলেটিকোর মাঠে বার্সা-সেভিয়া ফাইনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আগামী ২১ এপ্রিল কোপা দেল রের শিরোপা জয়ের লড়াইয়ে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকো মাদ্রিদের নতুন মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি মৌসুমের শুরুতে খুলে দেওয়া হয় স্টেডিয়ামের নতুন স্টেডিয়ামটি। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬৮ হাজার। আর এ মাঠেই ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

এর আগে সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে ভালেন্সিয়াকে হারায় প্রতিযোগিতাটির টানা তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ৩-১ গোলে সেভিয়া হারায় কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়া লেগানেসকে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।