'নেইমারের রিয়ালে যাওয়া অসম্ভব'

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

নেইমার প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) সুখী নন, রিয়াল মাদ্রিদে চলে যেতে পারেন আগামী মৌসুমেই- বাতাসে এই গুঞ্জন ভেসে ভেড়াচ্ছে অনেক দিন ধরে। তবে পিএসজির একাডেমি ডিরেক্টর লুইস ফার্নান্দেজ এটাকে একেবারে অসম্ভব মনে করছেন।

শুধু নেইমার নন, পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপেরও কোথাও যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফার্নান্দেজ। তিনি বলেন, 'আমি আগ বাড়িয়েই বলতে পারি, নেইমার রিয়াল মাদ্রিদে যাবে না। পিএসজি নেইমার আর এমবাপেকে নিয়েছে, তাদের এখানে রাখার জন্যই। তাদের ছেড়ে দেয়ার জন্য নয়।'

পিএসজিতে নেইমারের ভূমিকার প্রশংসা করে ফার্নান্দেজ বলেন, 'নেইমার পিএসজির তারকা। সে এখানে পার্থক্য গড়ে দিয়েছে। যখন আপনি তাকে এখানে খেলতে দেখবেন, তখন মানুষ তার দল ছাড়া নিয়ে কেন কথা বলছ; বুঝতে পারবেন না। সে এখানে সুখী আছে, এতে সে সন্তুষ্টও। সে সাফল্য পেতে চায়।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।