তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

শেষ সময়ে গোল করে বার্সাকে হার থেকে বাঁচান পিকে। তবে বিপত্তিটা বেধেছে গোল করা পর উদযাপন নিয়ে। নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে যে ভঙ্গিতে পিকে গোল উদযাপন করেছেন সেটাকে অপমানকর ও অপরাধমূলক হিসেবে দেখছে লা লিগা কর্তৃপক্ষ। যার কারণে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন পিকে।

এস্পানিওলের বিপক্ষে পিছিয়ে থাকার পর ম্যাচের ৮২ মিনিটে সমতাসূচক গোল করেন পিকে। সমতাসূচক গোল করার পর ঠোটে আঙুল দিয়ে আক্রমণাত্মকভাবে স্বাগতিক সমর্থকদের চুপ থাকতে বলেন বার্সার এই তারকা। তার এই ভঙ্গিকে স্বাগতিক সমর্থকদের জন্য অপমানজনক হিসেবে দেখা হচ্ছে।

পিকের এমন উদযাপনকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যদি শাস্তিযোগ্য গণ্য করে, তাহলে তিন শাস্তির সম্মুখীন হতে পারেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।