পিএসজিকে হারালে রিয়ালকে থামানো কঠিন হবে : আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

একটা সময় কোচ ছিলেন রিয়াল মাদ্র্রিদের, কোচিং দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইকেও (পিএসজি)। কার্লো আনচেলত্তির চেয়ে আর কে ভালো পারবে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-পিএসজি ম্যাচ নিয়ে কথা বলতে! এই আনচেলত্তি মনে করছেন, নকআউটে লস ব্লাঙ্কোসরা পিএসজিকে যদি হারিয়ে দেয়, তবে তাদের থামানো কঠিন হয়ে যাবে।

রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না। কোপা দেল রে' থেকে ছিটকে পড়েছে, বার্সেলোনার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে লা লিগার শিরোপাও বলতে গেলে হাতছাড়া। তবে আনচেলত্তি মনে করেন না, রিয়াল বিপদে আছে, 'আমি মনে করি না, তারা সংকটে আছে। এখন রিয়াল মাদ্রিদ শুধু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে। তারা সেটার দিকেই মনোযোগ দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে জিদানের দল থেকে সবার সতর্ক থাকতে হবে।'

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড় দলে থাকা রিয়ালের জন্য বিরাট কিছু, মনে করছেন আনচেলত্তি। তিনি বলেন, 'যদি তারা এমেরিকে (এবং পিএসজি) হারাতে পারে, তবে তাদের থামানো কঠিন হয়ে যাবে। কেননা তাদের দলে এমন একজন খেলোয়াড় আছে যে হারতে জানে না, ক্রিশ্চিয়ানো রোনালদো।'

৫৮ বছর বয়সী আনচেলত্তি অবশ্য পিএসজির সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন না। তিনি মনে করেন, এই দলটিরও চ্যাম্পিয়ন্স লিগ জেতার ভালো সম্ভাবনা আছে, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো সবকিছুই আছে পিএসজির। তাদের দলে আছে নেইমার আর এমবাপে। গত বছরের চেয়ে এবার তাদের দলটির অভিজ্ঞতা এবং মান তুলনামূলকভাবে ভালো। তারা এখন অনেক পরিণত এবং বিপদজনকও।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।