চেলসি-ইউনাইটেডের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

প্রিমিয়ার লিগের ম্যাচে একই দিন হারের স্বাদ পেল বড় দুই দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে গেছে কন্তের দল। আর টটেনহামের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে ২-০ ব্যবধানে।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে চেলসি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি। বিরতি থেকে ফিরে ১৬ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বোর্নমাউথ। ম্যাচের ৫১ মিনিটে জর্ডন ইবের বাড়ানো বল জালে জড়ান উইলসন।

ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টানিসলাস। উইলসনের বাড়ানো বলে গোলরক্ষকে বোকা বানিয়ে বল জালে জড়ান। তিন মিনিট পর জয় নিশ্চিত করেন আকে। বাকি হ্যাজার্ড-পেদ্রোরা গোল না পেলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

jagonews24

এদিকে দিনের আরেক ম্যাচে টটেনহামের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ম্যাচে ১১ সেকেন্ডেই গোল করে দলকে লিড এনে দেন এরিকসন। আর ২৮ মিনিটে জোন্স আত্মঘাতী গোল করলে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। বাকি সময় আর গোলের দেখা পায়নি ইউনাইটেড।

এ হারেও ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।