বাজে রেফারিংয়ে ক্ষুব্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

লা লিগায় আলাভেসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। তবে জিতলেও ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বার্সার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ম্যাচে ৭২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। সুয়ারেজের গোলেই সমতায় ফিরে দলটি। এরপর লিওনেল মেসির দারুণ ফ্রি-কিকে জয় নিয়ে মাঠ ছাড়ে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

আলাভেসের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিতে পারায় নিজেদের পারফরম্যান্সে খুশি সুয়ারেজ। তিনি বলেন, 'আমরা দল হিসেবে নিজেদের লক্ষ্য পূরণ করেছি। ব্যক্তিগত দিক থেকে দেখলে আমিও খুশি। দ্বিতীয়ার্ধে আমরা জানতাম, কী করা উচিত এবং আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।'

তবে এ ম্যাচে রেফারির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন সুয়ারেজ। আলাভেস কমপক্ষে দুটি পেনাল্টি পেতে পারতো, যেটা দেয়া হয়নি। প্রথমার্ধে একটি পেনাল্টি পেতে পারতো বার্সাও। সুয়ারেজ রেফারিংয়ের সমালোচনা করে বলেন, 'বল সামুর (উমতিতি) হাতে লেগেছিল, এটা রেফারির জন্য কঠিন ছিল। তবে প্রথমার্ধে আমার একটি পেনাল্টি অবশ্যই দেয়া উচিত ছিল।'

লিভারপুরের সাবেক সতীর্থ ফিলিপ কুতিনহো অভিষেকের পর এদিনই পুরোটা সময় খেলতে পেরেছেন। তার প্রশংসা করে সুয়ারেজ বলেন, 'ক্যাম্প নু্যতে তার অভিষেকটা কঠিন ছিল। তবে ফিলিপ ম্যাচে খুবই ভালো চেষ্টা করেছে। দল তার অবদানে খুশি।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।