সাকিবকে নেওয়ার কারণ জানালেন হায়দরাবাদ কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

দীর্ঘ সাত বছর কলকাতার জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব আল হাসান। তবে এবার আর তাকে ধরে রাখেনি দলটি। আর এ সুযোগে নিলামের প্রথম দিন রাজস্থান রয়্যালের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত দুই কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

সাকিবকে দলে নেওয়া নিয়ে সানরাইজার্স কোচ টম মুডি বলেন, সাকিব বিশ্বসেরা এইজন পারফরমার। যে কোন সময় সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাট ও বল হাতে পারফরমে সে সমান পারদর্শী। তাকে দলে পেয়ে আমি আনন্দিত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান। তিনি সাত বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথম আসরে তাকে ৪ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা। গত আইপিএল মৌসুমে সাকিব কলকাতা থেকে পেয়েছিল ২ কোটি ৮০ লাখ রুপি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।