সব হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা রোনালদোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

কোপা দেল'রে গেল। লা লিগার শিরোপাও নিশ্চিত হাতছাড়া হওয়ার পথে। রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরেই আশার জাল বুনছে। দলটির প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর দাবি, চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারলেই মর্যাদা নিয়ে মৌসুম শেষ করতে পারবেন তারা।

রিয়াল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। বুধবার রাতে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৯ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। রোনালদো জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগকেই এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা।

রোনালদোর দাবি, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই বছরটা দুর্দান্তভাবে শেষ হবে রিয়ালের। দলের শিরোপা স্বপ্ন নিয়ে তিনি বলেন, 'যদি আমরা বছরের (মৌসুমের) শেষটায় চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, তবে অবিশ্বাস্য একটা বছর হবে। আমরা লা লিগায় ভালো শুরু করতে পারিনি। এটা নিয়ে আমরা হতাশ, কেউ খুশি নয়। তবে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি।'

বাস্তবতা মানছেন, তবে লা লিগায় হাল ছাড়তে রাজি নন রোনালদো। এ নিয়ে তিনি বলেন, 'লা লিগায় কঠিন হবে। তবে আমরা হাল ছাড়তে পারি না। মৌসুমের শুরু থেকে আমরা অনেক পয়েন্ট খুইয়েছি। কিন্তু আমাদের কাজ করে যেতে হবে।'

চলতি মৌসুমের শেষটায় রাশিয়া বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে রোনালদোর জাতীয় দল পর্তুগাল। নিজের এই দল নিয়ে কি ভাবছেন? ২০১৬ সালের ইউরোজয়ীদের গণনার বাইরে না রাখতে সবাইকে সতর্ক করলেন পর্তুগিজ যুবরাজ।

বিশ্বকাপের ফেবারিট নিয়ে বলতে গিয়ে রোনালদো বলেন, 'জার্মানি, স্পেন, ব্রাজিল, ফ্রান্স আর আর্জেন্টিনা ফেবারিট থাকবে। পর্তুগাল এই ফেবারিটের তালিকায় না থাকলেও আমাদের দল সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করে এবং এবারও তাই করবে।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।