কম বেতনেই রিয়ালে যেতে রাজি নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

বার্সেলোনা ছেড়ে রেকর্ড সাইনিংয়ে প্যারিস সেন্ট জার্মেইতে গিয়েছেন মাত্র মাস ছয়েক হলো। সব রকম সুযোগ সুবিধাও পাচ্ছেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের সেখানে মন টিকছে না। সতীর্থদের সঙ্গে, কোচের সঙ্গে বোঝাপড়াটা যে একদমই ভালো নয় তার। তাই কম বেতনে হলেও আবারও লা লিগায় ফিরতে চান এই ফরোয়ার্ড।

আবারও লা লিগায় ফিরছেন মানে? বার্সেলোনায় মেসি-সুয়ারেজদের সঙ্গে আবারও দেখা যাবে নেইমারকে? না, সে সম্ভাবনা নেই। লা লিগায় ফিরতে পারেন। তবে সেটা বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বি দল রিয়াল মাদ্রিদের হয়ে। বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি যে নেইমারকে পেতে কোমড় বেঁধে নেমেছে!

সবচেয়ে বড় কথা, নেইমারও নাকি প্যারিসে থাকতে চাইছেন। কম বেতনে হলেও রিয়াল মাদ্রিদে খেলতে চান, এমন আগ্রহই প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফরাসি সংবাদপত্র 'এলইকুইপ' দাবি করছে এমনটাই।

বর্তমানে প্যারিসে বছরে ৩৩ মিলিয়ন পাউন্ড বেতন পান নেইমার। লিওনেল মেসির পর (মেসি পান ৪৪ মিলিয়ন পাউন্ড) বিশ্বে তিনি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের খেলোয়াড়। রিয়ালে গেলে এই বেতনটা আর পাবেন না নেইমার। দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বছরে বেতন ১৮.৫ মিলিয়ন পাউন্ড। যার অর্থ নেইমারকে রোনালদোর কাছাকাছি বেতন দিলেও সেটা তার এখনকার বেতনের চেয়ে অনেক কম হবে।

তবে 'এলইকুইপ'-এর প্রতিবেদনে অবশ্য এসেছে, নেইমার কম বেতনেও খেলতে রাজি। পিএসজির অসুখী পরিবার আর তার ভালো লাগছে না। এদিকে, রিয়ালও যে কোনো মূল্যে নেইমারকে পেতে চায়। সেটা রোনালদোকে ছেড়ে দিয়ে হলেও।

রোনালদোরও রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই মৌসুমের শেষ দিকে পুরণো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও ফিরতে পারেন পর্তুগিজ যুবরাজ। সেক্ষেত্রে রোনালদোকে বেঁচে যে টাকা পাওয়া যাবে, সেটা দিয়েই নেইমারকে কিনে নিতে পারে রিয়াল।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।