বিশ্বকাপ না জিতলেও মেসিই সেরা থাকবে : ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

বিশ্বকাপ না জিততে পারলে কি লিওনেল মেসি গ্রেটদের কাতারে থাকতে পারবেন? এই প্রশ্নটা অনেক দিনের। এবার রাশিয়া বিশ্বকাপটাই হয়তো শেষ চেষ্টা হবে বার্সা সুপারস্টারের। তবে আর্জেন্টিনা দলে তার সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া বিশ্বাস করেন, মেসি ইতোমধ্যেই নিজেকে সেরা প্রমাণ করে ফেলেছেন।

বার্সেলোনার হয়ে বলতে গেলে প্রায় সবই জিতেছেন। কিন্তু দেশের হয়ে একটি বিশ্বকাপ জেতা হয়নি মেসির। ২০১৪ সালে খুব কাছে গিয়েও ট্রফিটা ছুঁতে পারেননি আর্জেন্টাইন খুদেরাজ। ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।

তবে ডি মারিয়া মনে করছেন, কোনো দিন বিশ্বকাপ না জিততে পারলেও সেরার তালিকায় থাকবেন মেসি। তিনি বলেন, 'মেসি তো ইতোমধ্যেই গ্রেট খেলোয়াড়দের পাশে নাম লিখিয়েছে। বিশ্বকাপ জিতলে এটা নিশ্চিত হবে। তবে সে ইতোমধ্যেই সেরা।'

মেসি দলে আছেন বলেই আর্জেন্টিনা ফেবারিটের তকমা লাগিয়ে বিশ্বকাপে যাচ্ছে, দাবি ডি মারিয়ার। তিনি বলেন, 'আর্জেন্টিনা সবসময়ই এই টুর্নামেন্টে ফেবারিট থাকে। এবারও তেমনটাই হবে। এর প্রধান কারণ হলো আমাদের আছে মেসি। স্পেন, ফ্রান্সের মতো উঁচু লেভেলের টিম থাকছে। তবে আর্জেন্টিনাও সেরাদের মধ্যে থাকবে।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।