রিয়াল ছাড়ার সিদ্ধান্ত রোনালদোর!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

লা লিগায় খুব একটা ভালো অবস্থানে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে দলটি পিছিয়ে আছে ১৯ পয়েন্ট ব্যবধানে। এরই মধ্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে রিয়াল ছাড়তে চাচ্ছেন দলটির সেরা তারকা রোনালদো। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘এএস’।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’র প্রতিবেদনে বলা হয়, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রোনালদোর বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। শুধু তাই না, নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনাও ফাঁস হয়ে গেছে। এতেই রোনালদো প্রতারিত হয়েছেন বলে মনে করছেন।

পাঁচবারের বর্ষসেরা রোনালদো'র বর্তমান বেতন ২১ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিএসজি তারকা নেইমার ৩৬ ও বার্সেলোনার লিওনেল মেসির বাৎসরিক বেতন ৫০ মিলিয়ন ইউরো।

কিছুদিন আগেই ক্যারিয়ারের বাকি সময়টুকু রিয়ালে থাকার ইচ্ছার কথা জানান সিআরসেভেন। কিন্তু সতীর্থদের এবার তিনি জানিয়েছেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান। আর রেড ডেভিলদের বর্তমান কোচ হোসে মরিনহোর সঙ্গে উষ্ণ সম্পর্কও রোনালদোর পুরনো ক্লাবে ফিরতে চাওয়ায় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।