মুলারকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

দুই গোলে পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদের মাঠে বার্সেলোনার জয়। দলের হয়ে ফ্রি কিক থেকে শেষ গোলটি করলেন লিওনেল মেসি। ৮৫ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকের এ গোলে আর্জেন্টাইন খুদেরাজ গড়লেন নতুন এক মাইলফলকও।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এতদিন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল ছিল গার্ড মুলারের। বায়ার্ন মিউনিখের সাবেক এ স্ট্রাইকারের নামের পাশে ৩৬৫টি গোল। মেসি তাকে ছুঁয়ে ফেলেছিলেন আগেই।

রোববার রাতে সোসিয়েদাদের বিপক্ষে গোল করে মুলারকে ছাড়িয়ে নতুন এক উচ্চতায় নিজেকে তুললেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে এখন সবচেয়ে বেশি গোল তার। বার্সা সুপারস্টারের গোল সংখ্যা এখন ৩৬৬টি।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।