ফ্রান্সের মানুষদের যন্ত্রণায় পিএসজি ছেড়েছিলেন ইব্রা!
জ্লাতান ইব্রাহিমোভিচ চারটা বছর ছিলেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। সেই ফ্রান্সের লোকদের প্রতিই এতটা দিন পর ক্ষোভ ঝাড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই সুইডিশ স্ট্রাইকার।
ইব্রাহিমোভিচের সঙ্গে অবশ্য বিতর্ক শব্দটার সখ্য অনেক পুরণো। এবার ফ্রান্সের মানুষদের উদ্ধত বলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন এই ফুটবলার।
সম্প্রতি 'ক্যানাল প্লাস ফ্রান্স'-এর সঙ্গে এক সাক্ষাতকারে ইব্রা বলেন, 'ফ্রান্সের লোকদের আচরণে সমস্যা আছে। আপনার আমাকে উদ্ধত বলেছেন। অথচ ফ্রান্সের মানুষজনই উদ্ধত। যেহেতু আমি আপনাদের মতই, আপনাদের উচিত আমাকে ভালোবাসা। কারণ আমি খুব ভালোভাবে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছি।'
পিএসজিতে চারটি মৌসুমে ঈর্ষণীয় সাফল্য আর ঘরোয়া ট্রফি জিতেছেন ইব্রাহিমোভিচ। এরপরও ওল্ড ট্রাফোর্ডে নাম লেখান সুইডিশ এই ফরোয়ার্ড।
এমএমআর/জেআইএম