শিষ্যদের একত্র করে কি মন্ত্র দিলেন জিদান?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

লা লিগায় সবচেয়ে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে তাদের শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে। কিছুতেই যেন কিছু হচ্ছে না। দলের সব খেলোয়াড়কে একত্র করে তাই 'শেষ চিকিৎসা' উজ্জীবনী মন্ত্র কানে দিলেন কোচ জিনেদিন জিদান।

মঙ্গলবার দলের অনুশীলন সেশনে দলের সব খেলোয়াড়দের একত্র করেন জিদান। রোনালদো-বেলদের নিয়ে অনেকটা সময় কথা বলেন। কানে যেন কি মন্ত্র গুঁজে দিচ্ছিলেন।

অনুশীলন শেষে অবশ্য নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জিদান। তিনি বলেন, 'যখন প্রত্যাশামত কাজ হয় না, তখন আমাদের আরও কিছু করা প্রয়োজন। আমার মনে হয়, খেলোয়াড়রাও একই জিনিস ভাবছে। আমাদের সব সময়ের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, সব জায়গায়। শুধু শারীরিক বা মানসিক বিষয়ে নয়, সব কিছুতেই।'

তবে খেলোয়াড়দের সঙ্গে নির্দিষ্ট কি বিষয়ে কথা হয়েছে, সেটা বলতে রাজি হননি জিদান। রিয়াল কোচ বলেন, 'যেহেতু আমি খেলোয়াড়দের কথা ডেকেছি, কিছু একটা পাওয়ার জন্যই। আমি আপনাদের বলব না, কি নিয়ে কথা হয়েছে। তবে যে কোনো দলেই এই কথাগুলো হয়ে থাকে।'

পরে অবশ্য সমালোচকদের ইঙ্গিত করে কিছুটা খোঁচাও দিয়েছেন জিদান। তিনি বলেন, 'আপনারা যা ইচ্ছে বিশ্লেষণ করে নিতে পারে। আমরা এখন সংকটে আছি, যা খুশি বলতে পারেন। কিন্তু আমরা সমাধান খুঁজে বের করতে চাই। এটা নিয়ে কথা বলে আরও ভালো করতে চাই। আমরা হয়তো এবার একটু বেশি সময় নিয়ে কথা বলেছি, তবে এটা অস্বাভাবিক কিছু নয়।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।