আগুয়েরোর গোলে নাটকীয় জয় ম্যানসিটির
বড় বাঁচা বেঁচে গেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটির কাছে আরেকটু হলে হোঁচট খেতে বসেছিল দুর্দান্ত ছন্দে থাকা পেপ গার্দিওলার দল। শেষ সময়ে এসে দলকে ২-১ গোলের নাটকীয় এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিগ কাপে শেষ চারের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির ঘাম ঝরিয়ে ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে উঠা ব্রিস্টল সিটি। ম্যাচের প্রথম গোলটি দিয়েছিল তারাই।
প্রথমার্ধের ঠিক আগমূহর্তে ডি বক্সে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জন স্টোনস ববি রিডকে অনৈতিকভাবে বাধা দিলে পেনাল্টি পায় ব্রিস্টল। ৪৪তম মিনিটে পাওয়া সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ববি রিড। এতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনেটে এসে দলকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। রহিম স্টার্লিংয়ের সঙ্গে 'ওয়ান টু ওয়ান' পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান এই বেলজিয়ান স্ট্রাইকার।
খেলা শেষ হওয়ার মিনিট বিশেক আগে আগুয়েরোকে মাঠে নামান পেপ গার্দিওলা। ৭০তম মিনিটে খেলতে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ডই শেষ পর্যন্ত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচে জয় এনে দেন ম্যানচেস্টার সিটিকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বের্নার্দো সিলভার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান তিনি।
২৪ জানুয়ারি ব্রিস্টলের মাঠে ফিরতি লেগে খেলবে ম্যানচেস্টার সিটি।
এমএমআর/আইআই