স্বপ্ন সত্যি হওয়ায় উচ্ছ্বসিত কুতিনহো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৯ জানুয়ারি ২০১৮

অনেকটা দিন ধরে তাকে দলে টানার জন্য চেষ্টা করে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু লিভারপুল কিছুতেই ছাড়বে না। অবশেষে ১৬০ মিলিয়ন ইউরোতে ফিলিপ কুতিনহোকে ছাড়তে রাজি হলো লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারও খুঁজে পেলেন তার পছন্দের ঠিকানা।

সোমবার বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তি সইয়ের পর নিজের স্বপ্ন বাস্তব হয়েছে বলেই উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। সংবাদ সম্মেলনে এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, 'স্বপ্ন সত্যি হলো। আমার অনেককেই ধন্যবাদ দেয়ার আছে। ঈশ্বর, আমার পরিবার, আমার স্ত্রী এবং আমার মেয়েকে ধন্যবাদ।'

বার্সেলোনা যে তাকে দলে টানতে এতটা পরিশ্রম করেছে, তার জন্য এই ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুতিনহো। ধন্যবাদ জানিয়েছেন বিদায়ী ক্লাব লিভারপুলকেও, 'বার্সেলোনার সকল প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাব, তারা অনেক ধৈর্য্য ধরেছে। আমি লিভারপুলকে ধন্যবাদ জানাতে চাই, ওখানে আমি পাঁচটি বছর কাটিয়েছি। ধন্যবাদ জানাব তাদের ম্যানেজম্যান্টকে যারা আমার স্বপ্নের ব্যাপারটি বুঝতে পেরেছেন।'

বার্সায় আসতে কতটা মুখিয়ে ছিলেন কুতিনহোর কথায় সেটা স্পষ্ট। সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার আগেও নাকি তার বিশ্বাস হচ্ছিল না, এই ক্লাবে খেলতে যাচ্ছেন, 'আমি আজ (সোমবার) নতুন কলিগদের সঙ্গে পরিচিত হলাম। তারা আমাকে দেখিয়ে দিয়েছে, কোথায় অনুশীলন করব, কোথায় খাব...আমি আসলে শুরুটা কিভাবে করব বুঝতে পারছিলাম না। আমি এখানে আসার আগ পর্যন্তও কিছু বিশ্বাস করতে পারছিলাম না। যখন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করি, তখন বিশ্বাস হয়।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।