জয় দিয়ে বছর শুরু ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০২ জানুয়ারি ২০১৮

জয় দিয়ে নতুন বছর শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচে ড্রয়ের পর সোমবার এভারটনকে ২-০ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যরা।

এভারটনের মাঠ গুডিসন পার্কে ইনজুরির কারণে লুকাকু-ইব্রাহিমোভিচকে ছাড়াই মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের উপর চড়াও হয়ে খেলতে থাকে ম্যানইউ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার। তবে ম্যাচের ৫১ মিনিটে হুয়ান মাতার শট পোস্টে লাগে। অবশেষে ম্যাচের ৫৭ মিনিটে এর ছয় মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। পগবার পাসে পাওয়া বল ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল।

ম্যাচের ৮১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন লিনগার্ড। ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

এ জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ৪৫।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।