রোনালদোকে পেছনে ফেলে মার্কার সেরা মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ০১ জানুয়ারি ২০১৮

বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? এই বিতর্ক চলবেই। তবে ২০১৭ সালে অনেক ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। রিয়াল তারকা ব্যালন ডি'অর জিতেছেন, জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডও। দলের হয়ে সাফল্য তো আছেই।

তবে এত কিছুর পরও ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'মার্কা'র পাঠকদের মন জয় করতে পারেননি রোনালদো। ২০১৭ সালে বিশ্বের সেরা খেলোয়াড় কে? এমন জরিপে পাঠকদের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বার্সেলোনা সুপারস্টার মেসি

মার্কার সেরা ১০০ জন খেলোয়াড়ের মধ্যে সবার উপরে জায়গা করে নিয়েছেন মেসি। ২০১৮ সালে যিনি তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকা একটি ট্রফির পেছনে ছুটবেন, বিশ্বকাপ।

২০১৭ সালে লা লিগায় ৩৭টি গোল করেছেন মেসি। পেয়েছেন চতুর্থ গোল্ডেন সু। বার্সেলোনাকে কোপা দেল রে জেতানোয়ও বড় ভূমিকা ছিল আর্জেন্টাইন খুদে জাদুকরের। বিশ্বকাপ বাছাইপর্ব পেরুতে আর্জেন্টিনারও আসল কাজটা করেছেন তিনি। সব মিলিয়ে গত বছরে মেসির নামের পাশে ৫৪টি গোল, ১৯টি অ্যাসিস্ট।

গত এক দশক তো বেশিরভাগ সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়েই দেখা গেছে মেসিকে। ২০১৮ সালেও নিশ্চয়ই এর ব্যতিক্রম হবে না।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।