পুরনো ঘর অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরলেন কস্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

নতুন বছরের আগে নতুন সংবাদ দিলেন ডিয়েগো কস্তা। স্পেনের এ স্ট্রাইকার তৃতীয়বারের মতো চুক্তি করলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে।

চেলসির সাবেক এ তারকা গত কয়েক মাস ধরেই অ্যাটলেটিকো মাদ্রিদের অনুশীলনে ছিলেন। দলবদলের ব্যাপারে রোজি ব্লাঙ্কোসদের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামতে পারেননি তিনি। এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে নতুন বছরের শুরুতেই।

অ্যাটলেটিকোর হয়ে মাঠে নামতে তর সইছে না কস্তার। তিনি বলেন, 'দীর্ঘ সময় ধরে আমি এ মুহূর্তটার অপেক্ষায় আছি। আমি খেলার মধ্যে ফিরতে চাই। অনুশীলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আপনি বলতে পারেন, আমি সেই কাজটা করে নিজেকে প্রস্তুত করে ফেলেছি। এবার দলকে সাহায্য করতে চাই, করতে চাই গোল।'

চ্যাম্পিয়ন্স লিগে নেই অ্যাটলেটিকো। তবে বাকি যে খেলাগুলো আছে সেগুলোতেই সর্বোচ্চটা দিয়ে লড়তে চান কস্তা। একটা সময় ব্রাজিলের হয়ে খেলা এ স্ট্রাইকার বলেন, 'অ্যাটলেটি চ্যাম্পিয়ন্স লিগে এখন নেই। তবে আমাদের যা বাকি আছে, সেগুলোতেই লড়াই চালাতে হবে।'

ইংল্যান্ডের ক্লাব চেলসিতে কেমন ছিলেন? কস্তার রসিকতা ভরা উত্তর, 'আমি সেখানে ইংরেজি শিখেছি। সত্যিই। সমর্থক, ক্লাবের মানুষ এবং আমার সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। চেলসি গ্রেট একটা ক্লাব। আমি কিছু ভালো স্মৃতি নিয়ে এসেছি।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।