রিয়াল-পিএসজি ম্যাচ যেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লড়াই রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেন্ট জার্মেইয়ের। ম্যাচটা নকআউট রাউন্ডের, তবে গুরুত্বের দিক থেকে ফাইনালের চেয়ে কম কিছু নয়। বড় এই দুই দলের লড়াইকে ফাইনালের মতোই মনে করছেন পিএসজি তারকা নেইমার।

কাতারের দোহায় পিএসজির স্পন্সরশিপ ইভেন্ট শেষ করে ক্রিসমাস আর ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য দেশে ফিরেছেন নেইমার। ৭ জানুয়ারির আগে দলের সঙ্গে আর কোনো কাজ নেই তার। এরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো লড়াইয়ের প্রস্তুতি, যে ম্যাচটি মাঠে গড়াবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

নেইমার আশা করেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই দেখা হবে রিয়াল-পিএসজির। তাই এই ম্যাচটাকেও ফাইনালই মনে করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তিনি বলেন, 'আমরা দারুণ একটি ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। অনেকের কাছে এটা ফাইনালের মতো। তবে আমি আশা করেছিলাম সেটাই হবে।'

এস্তাদিও জেয়মে সিন্ত্রা মাঠে একটি প্রদর্শনী ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন নেইমার। ১১-৭ গোলে শেষ হওয়া সেই ম্যাচের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের জন্য ৩০ টন খাবার জোগাড় করে দেন সাবেক এই বার্সা তারকা।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।