'পরিণত' নেইমারের বিশ্বকাপ ভাবনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

চার বছর আগের বিশ্বকাপটা ব্রাজিলের জন্য দগদগে এক ঘা হয়ে আছে। ২০১৪ সালে টুর্নামেন্টের সেমিফাইনালে তারা জার্মানির কাছে হেরেছিল ৭-১ গোলে। এবার সেই দুঃখ ঘুচানোর অপেক্ষায় নেইমার। পিএসজি সুপারস্টার প্রতিপক্ষদের আগেভাগেই মনে করিয়ে দিচ্ছেন, চার বছর আগের চেয়ে এখন তিনি আরও অনেক পরিণত।

২০১৪ বিশ্বকাপটা ছিল ঘরের মাঠে। ব্রাজিলের শিরোপা জয়ের আশায় ছিলেন সমর্থকরা। সেমিফাইনাল পর্যন্ত চলেও গিয়েছিল সেলেকাওরা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি নেইমার। তাতেই সব হারানোর বেদনায় জার্মানির কাছে রীতিমত বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

ওই টুর্নামেন্টে ইনজুরিতে পড়ার আগে চারটি গোল করেছিলেন নেইমার। ছিলেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তবে যা গেছে, তা তো অতীত। এখন নতুন করে ভাবছেন ব্রাজিলের হয়ে ৫৩ গোল করা পিএসজি ফরোয়ার্ড। তার সামনে এখন শুধু কিংবদন্তী পেলে, যার গোল ৭৭টি।

আসন্ন রাশিয়া বিশ্বকাপে নেইমার কি করবেন? তার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? ব্রাজিলিয়ান সুপারস্টার মনে করছেন, অভিজ্ঞতা আর পরিণতিবোধটাই এবার শক্তি হবে তার, 'পার্থক্যটা বলা কঠিন। তবে আমার মনে হয়, এখন আমি অনেক অভিজ্ঞ, আগের চেয়ে জ্ঞানী, ক্যাসকুডো (ব্রাজিলিয়ান ভাষায় যার অর্থ কঠিন); যা আমরা ব্রাজিলে বলে থাকি।'

গত বিশ্বকাপে লজ্জার হারের কথা ভুলেননি নেইমার। তবে এবার আরও বেশি প্রস্তুত হয়ে যাচ্ছেন, মনে করিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা, 'কারণ হলো আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি যে বিশ্বকাপে অংশ নিয়েছিলাম, সেটি হেরেছি। আমার মনে হয়, আগামীবার আরও বেশি প্রস্তুত থাকব। কারণ আমি জানি বিশ্বকাপ কেমন হয়। ২০১৪ সালের নেইমারের চেয়ে ২০১৮ সালের নেইমার ভালো হবে।'

ব্রাজিল আগামী বিশ্বকাপে ফেভারিট হিসেবেই পা রাখছে। টুর্নামেন্টের ফেভারিটদের নিয়ে বলতে গিয়ে নেইমার বলেন, 'আমার মনে হয়, সব সময় চেনা জানা দলগুলোই ফেভারিট থাকে। তাদের মধ্যে রয়েছে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা। যে কোনো চ্যাম্পিয়নশিপেই এই দলগুলোর উপর আলো থাকে।'

তবে ফেভারিটদের বাইরে বেলজিয়াম চমক দেখাতে পারে, মনে করছেন নেইমার। পিএসজি তারকা বললেন মিশরের মোহাম্মদ সালাহর নামটিও , 'চমক দেখানোর জন্য আমার মনে হয়, বেলজিয়াম দারুণ একটি দল। তারা এই বিশ্বকাপে চমক দেখাতে পারে। সালাহ (মিশরের) খুব ভালো খেলোয়াড়। বিশ্বকাপে সেও কিছু করতে পারে।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।