ভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের গা ঘেঁষা ভবনের ছাদে জাতীয় পতাকা দুলিয়ে মেয়েদের পুরো খেলা দেখলো একদল ক্ষুদে দশর্ক। যখনই আখি-সাজেদারা গোল করেছেন তখনই ছাদে খণ্ড মিছিল করেছে তারা। জয়ের আনন্দ নিয়েও ঘরে ফিরেছে তারা। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১৩ মিনিটে বাঁ-প্রান্ত থেকে মারজিয়ার কর্নার থেকে আখি খাতুন দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে এক ডজন কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করার গোলটিও করেন ডিফেন্ডার আখি খাতুন। এবারও গোলের উৎস মারজিয়ার কর্নার। ডান প্রান্ত থেকে নেয়া কর্নার আখির সামনে আসতেই বা পায়ের প্লেসিংয়ে বল জালে পাঠান এ ডিফেন্ডার।

বাংলাদেশ ব্যবধান ৩-০ করে ৮০ মিনিটে। তহুরার বদলি হিসেবে মাঠে নামা সাজেদা খাতুন একক প্রচেষ্টায় ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

এ জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

আরআই/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।