রিয়ালের দুই মিলিয়ন ইউরো বোনাস ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭

দুর্দান্ত একটা বছর পাড় করলো রিয়াল মাদ্রিদ। ঘরে তুলেছে পাঁচটি শিরোপা। মাঠের এমন পারফরম্যান্সে এবার বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। প্রত্যেক খেলোয়াড়কে দুই মিলিয়ন ইউরো বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

সবশেষ মৌসুমে একইসঙ্গে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এরপর ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় মাদ্রিদিস্তানরা। রোনালদোর গোলে সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে লস ব্ল্যাঙ্কোরা।

আর কয়েকদিন পরই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এরপরই এমন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিলো রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।

তবে এতেও পুরোপুরি সন্তুষ্ট নন ক্লাবটির পর্তুগিজ তারকা রোনালদো। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চান তিনি। ট্রান্সফার ফি'এর রেকর্ড গড়ে পিএসজি'তে যোগ দেয়া নেইমার ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির তুলনায় বেতনের হিসেবে পিছিয়ে আছেন ব্যালন ডি'অর জয়ী রোনালদো।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।