নেইমার জাদুতে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

নিজে করলেন দুই গোল। সতীর্থদের দিয়ে করালেন আরও দুই গোল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের দুর্দান্ত পারফর্মেন্সে ফরাসি লিগে রেনের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন নেইমার। বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে এমবাপের করা ক্রসে টোকা মেরে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা নেইমার। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিক থেকে নেইমারের বাড়ানো বল অরক্ষিত অবস্থায় থাকা এমবাপে সহজেই বল পাঠান জালে।

neimar-1

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান কাভানি। তবে ম্যাচের ৪৩ মিনিটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নেইমারের বাড়ানো বলে উরুগুয়ের স্ট্রাইকারের কোনাকুনি শট ফিরিয়ে দেন বেনের গোলরক্ষক কুবেক।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাক্লহে পিএসজি। ম্যাচের ৪৯তম মিনিটে নেইমারের বাকানো শট ঝাঁপিয়ে ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি কুবেক। তবে ৫৩তম মিনিটে ব্যবধান কমিয়ে ফেলে স্বাগতিকরা। কর্নার থেকে মর্গান আমালফিতানোর হেড গোলরক্ষক ফেরালেও ফিরতি বল পেয়ে জালে পাঠান মুবেলে।

neimar

১০ মিনিট বড় ধাক্কা খায় স্বাগতিক শিবির। নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন বেনজামিন আন্দ্রে। ১০ জনের বেনেকে চেপে ধরে পিএসজি। ম্যাচের ৭৫ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে লবে জালে পাঠান কাভানি। এ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার এটি ১৮তম গোল।

পরের মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে দেন নেইমার। এমবাপের কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে নিজের দ্বিতীয় গোলটি করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। লিগে এ মৌসুমে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের গোল হলো ১১টি। ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বেনে। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওয়াহবি খাজরি।

ফলে জয় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এমিরির দল। এ জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত হলো পিএসজির। ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।