২০২০ ইউরোতেও খেলার আশা বুফনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপ শেষেই বিদায় নেবেন, এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন জিয়ানলুইজি বুফন। কিন্তু তার দল ইতালি উঠতেই পারলো না ২০১৮ বিশ্বকাপে। সুইডেনের কাছে বাছাইপর্বে প্লে-অফ হেরে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আবেগে অবসরও নিয়ে নেন বুফন।

এবার তার ফিরতে ইচ্ছে হচ্ছে। এমনকি ২০২০ ইউরো কাপেও খেলার ইচ্ছে এখন থেকেই পোষণ করে রেখেছেন জুভেন্টাসের কিংবদন্তী এই গোলরক্ষক।

পাঁচটি বিশ্বকাপ খেলেছেন, ছয় নাম্বারটি খেলার কথা ছিল এবার। কিন্তু বুফনের স্বপ্নভঙ্গ হয় ইতালির প্রস্থানে। অবসরও নিয়ে নেন সঙ্গে সঙ্গে। তবে আজ্জুরিদের হয়ে খেলার ইচ্ছেটা এখনও মরেনি বুফনের।

সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে গিয়ে বলেন, 'আমি যতদিন খেলার মত অবস্থায় থাকব, খেলব। সুইডেনের বিপক্ষে বাদ পড়ার পর আমি অনেক আবেগী হয়ে পড়েছিলাম। আমি দিনকে দিন জীবনটা উপভোগ করছি। ফলে ২০২০ ইউরোতে খেলার আশাও ছেড়ে দিচ্ছি না।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।