মেসিকে বাতিস্তুতা : এটাকে শেষ বিশ্বকাপ ভেবো না

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি হাঁপিয়ে উঠেছেন। দলকে প্রায় একক প্রচেষ্টায় আসন্ন বিশ্বকাপের মূলপর্বে তুলে দেয়া ফুটবল জাদুকর জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে তার শেষ হতে পারে রাশিয়া বিশ্বকাপই। তবে এমন ভাবনা নিয়ে অনুজকে মাঠে না নামার পরামর্শই দিলেন দিন কয়েক আগেও আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

আর্জেন্টিনার হয়ে গোলের রেকর্ড গড়া বাতিস্তুতাকে সম্প্রতি হটিয়ে দিয়েছেন মেসিই। তবে উত্তরসূরীর জন্য শুভকামনা জানাতে ভুল করেননি সাবেক এই স্ট্রাইকার। মেসি আগামী বিশ্বকাপকে শেষ ভেবে মাঠে নামলে চাপে পড়ে যাবেন, এমনটাই মনে করছেন তিনি।

দরজায় কড়া নাড়ছে ২০১৮ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে পরের বিশ্বকাপ। মেসির প্রতি বাতিস্তুতার পরামর্শ এমন, 'আমি বলব, যদি ইনজুরিতে না পড়ে; তবে যেন কাতার বিশ্বকাপও খেলে মেসি। তার উদ্বিগ্ন হবার কিছু নেই।'

মেসির মত বিশ্বসেরা ফুটবলারকে নিয়েও আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ কেন অধরা? বাতিস্তুতার মতে, 'দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো খেলছে না। তারা কোচ বদলাচ্ছে, ফুটবল ফেডারেশনের সংবিধান বদলাচ্ছে, খেলার ধরণ ও কাজ বদলাচ্ছে। মেসি সেরা এবং আর্জেন্টিনার হয়ে কাপ জিততে সবই করছে সে। তবে আপনাকে তো এমন একটি দল বানাতে হবে, যেটা মেসির সঙ্গে চলতে পারে।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।