আশা করি ফুটবল আমার পাওনা শোধ করবে : মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

খুব কাছে থেকে বিশ্বকাপ ট্রফিটা দেখেছেন লিওনেল মেসি। ২০১৪ সালে জার্মানির কাছে শেষমুহূর্তের হারে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। ফুটবল ক্যারিয়ারে প্রায় সব কিছুই জিতেছেন, জেতা হয়নি কেবল দেশের হয়ে বিশ্বকাপ। ফুটবলের কাছে মেসির এই ট্রফিটা পাওনা বলেই মনে করেন আলবিসেলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি। মেসিরও আশা, ফুটবল তার এই পাওনাটা শোধ করে দেবে।

সামনে আরেকটি বিশ্বকাপ। মেসির উপর অনেক দায়িত্ব। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে দলকে বিপদের মুহূর্তে যেভাবে উদ্ধার করেছেন, আর্জেন্টাইন সমর্থকরা তো বিশ্বসেরা ফুটবলের কাছে একটি ট্রফি চাইতেই পারেন। তবে আর্জেন্টিনা কোচ সাম্পাওলির মতে, মেসির কাছে ট্রফি পাওনা নয়, ফুটবলের কাছেই ট্রফিটা পাওনা মেসির।

কোচের এমন দাবির বিষয়ে জানতে চাওয়া হলে হেসে দেন মেসি। উত্তরটাও দেন মজা করেই, 'আশা করি, ফুটবল আমার এই পাওনাটা শোধ করে দেবে। আমি শুনেছি, সাম্পাওলি এমনটা বলেছেন। আসলে তিনি আমাকেও এটা বলেছেন।'

এবার বিশ্বকাপটা জিতলে গতবারের ক্ষতে প্রলেপ দিতে পারবেন মেসি। তবে আর্জেন্টাইন জাদুকর নিজে জানালেন, জার্মানি দুঃখটা কখনই মন থেকে মুছতে পারবেন না। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার নিয়ে বার্সা তারকা বলেন, 'না, আমার মনে হয় না এই ক্ষত শুকাবে। মনে হয়, যা ঘটেছে এটা নিয়েই বাঁচতে হবে আমাকে। এটা সবসময়ই আমার মনে থাকবে। বিশ্বকাপ দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছে আমাকে, দিয়েছে কষ্টও।'

গতবারের ফাইনাল খেলা দলটি এবার বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল। শেষ মুহূর্তে মেসির হ্যাটট্রিকেই ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। ওই ম্যাচের পর দলের মানসিকতাটাই বদলে গেছে, দাবি মেসির, 'ইকুয়েডর ম্যাচের পর দল নতুন করে ভাবতে শুরু করেছে। এই ম্যাচকে ঘিরে যে ভয় আর দুশ্চিন্তা ছিল আর্জেন্টিনা সেটা দূর করেছে।'

বিশ্বকাপ আসরটাই এমন কঠিন। চিলির মত দল যেখানে খেলতে পারছে না এবার। দক্ষিণ আমেরিকান প্রতিবেশীদের বাদ পড়ার বিষয়টি কষ্ট দিচ্ছে মেসিকেও। তিনি বলেন, 'হ্যাঁ, আমি বিস্মিত। গত দুইবার কোপা আমেরিকা জেতা দল এবার বাদ পড়লো। এতেই বোঝা যাচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকে মূলপর্বে উঠা কতটা কঠিন।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।