ড্রয়ের আগেই ৭ লাখ টিকিট বিক্রি শেষ ফিফার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ এএম, ৩০ নভেম্বর ২০১৭

স্বাগতিক রাশিয়াসহ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ৩২ দলের। আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) মস্কোতে অনুষ্ঠিত হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ড্র। তবে এর আগেই প্রায় সাড়ে সাত লাখ টিকিট বিক্রি করে ফেলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর মধ্যে স্বাগতিক রাশিয়ার টিকিট আবেদনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। রাশিয়া ছাড়া ৪৭ শতাংশ টিকিট আবেদনকারী বিশ্বের বিভিন্ন দেশের। মোট ৭ লাখ ৪২ হাজার ৭৬০টি টিকিট বিক্রি হয়েছে। রাশিয়া বিশ্বকাপের জন্য সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮২৯ পাউন্ড।

প্রথমপর্বে টিকিট বিক্রি নিয়ে ফিফার হেড অব টিকেটিং ফক এলার জানান, ‘প্রথম পর্বের টিকিট বিক্রি শেষে আমরা খুবই আনন্দিত। আবেদনকারীরা রাশিয়াতে বিশ্বকাপের ম্যাচ দেখতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন।’

দ্বিতীয় মেয়াদে ফিফা টিকিট বিক্রি শুরু করবে আগামী ৫ ডিসেম্বর থেকে। দ্বিতীয় পর্বে টিকিট বিক্রি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।