৬৩ দিন পর রিয়ালের হয়ে মাঠে নামছেন বেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৮ নভেম্বর ২০১৭

রিয়াল মাদ্রিদের সেরা তিন খেলোয়াড়ের একজন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমার সঙ্গে গ্যারেথ বেলের নাম যোগ হয়েই মাঠ কাঁপানো 'বিবিসি' জুটির উদ্ভব। অথচ একটা সময় যাকে ছাড়া একাদশই কল্পনা করা যেত না, সেই বেল রিয়ালের হয়ে মাঠে নামছেন দীর্ঘ ৬৩টি দিন সাইডলাইনে কাটানোর পর।

কোপা দেল রে'তে ফোয়েনলাব্রাদার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার রাতে মাঠে নামবে রিয়াল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে জিনেদিন জিদানের দলে ফিরবেন বেল। তার সঙ্গে চোট কাটিয়ে ফিরবেন দলের আর দুই গুরুত্বপূর্ণ সদস্য কেইলর নাভাস আর মাতিও কোভাসিকও।

সেই সেপ্টেম্বরের ২৬ তারিখের কথা। বরুশিয়া ডর্টমুন্ডের এক খেলোয়াড়ের ফাউলে কাফ মাসলে চোট পেয়েছিলেন বেল। সেই চোট কাটিয়ে ফেরার কথা ছিল কয়েকদিন আগে। এর মধ্যে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরি পেয়ে বসে বেলকে।

অবশেষে মাঠে ফিরছেন বেল। কোচ জিনেদিন জিদানও পুরোণো সেই 'বিবিসি'কে নতুন রুপে দেখার অপেক্ষায়। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি ক্রিশ্চিয়ানো, বেল আর বেনজেমাকে একসঙ্গে খেলতে দেখতে চাই। দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখিনি। কাল (মঙ্গলবার) বেল আমাদের সঙ্গে থাকছে। পরিকল্পনা হলো, তাকে খেলানোর।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।