মেসির হাতে চতুর্থ ‘সোনার জুতো’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

চতুর্থবারের মত ‘গোল্ডেন সু’ ট্রফিটা নিজের করে নিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। গত মৌসুমে ইউরোপের বড় লিগগুলোতে সর্বোচ্চ গোল করে এই পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রফি বুঝে পেয়েছেন তিনি।

৩০ বছর বয়সী মেসি এর আগে তিনবার এই সোনার জুতো পায়ে পড়েছেন। ২০০৯-১০ মৌসুমে ৩৪ গোল করে এই ট্রফি জিতেছিলেন। এরপর ২০১১-১২ মৌসুমে জিতেন ৫০ গোল করে।

MESSI2

আর ২০১২-১৩ মৌসুমে ৪৬টি গোল করে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন বার্সা সুপারস্টার। মেসির আগে এই পুরস্কার চারবার জিতেছেন কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দিয়েছেন তারই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। এবার এই পুরস্কারের দৌড়ে মেসির কাছাকাছি ছিলেন ডাচ স্ট্রাইকার বাস ডোস্ত। পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনের হয়ে ৩৪টি গোল করেন তিনি।

MESSI2

এতগুলো গোল করতে পেরেছেন বলে সতীর্থদের আলাদা করে ধন্যবাদ জানান মেসি। নিজেকে ফরোয়ার্ড ভাবেন না জানিয়ে বার্সা তারকা বলেন, ‘আমি নিজেকে কখনও ফরোয়ার্ড মনে করি না। গোল করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি উন্নতি করে যাচ্ছি এবং নিজের খেলায় কিছু যোগ করছি। বেশি বেশি খেলতে পারলে আমার ভালো লাগে।’

গত নয় বছর ধরেই ‘গোল্ডেন সু’র এই অ্যাওয়ার্ডটা ঘুরে ফিরে নিচ্ছেন মেসি, রোনালদো আর সুয়ারেজ। এই অ্যাওয়ার্ডটি দেয়া হয় ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া, ইউরোপিয়ান স্পোর্টসের সহযোগী সংবাদমাধ্যম ও ম্যাগাজিনের পক্ষ থেকে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।