রেকর্ড গড়েই রোনালদোর পুরস্কার বিলাসবহুল গাড়ি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়িপ্রীতির কথা অজানা নেই কারো। কাঁড়ি কাঁড়ি টাকা এমনিতেই তার হাতে। পছন্দ হলেই বিশ্বের বিলাসবহুল গাড়িগুলো তার সংগ্রহে যেন থাকা লাগবেই। এটার অন্যথা কখনও করেন না তিনি। তার গ্যারেজে শোভা পাওয়া ২০টি গাড়িই তার প্রমাণ। এবার ২০টির বদলে শোভা পাবে ২১টি গাড়ি। যদিও ২১ নম্বরটি নিজে কিনলেন না। বিলাসবহুল গাড়িটি পেলেন উপহার।

লা লিগায় না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘদিন পর চিরচেনা রূপে দেখা গেছে রোনালদোকে। গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে এই গোলউৎসবের মূল নায়ক তো ছিলেন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার।

শুধু তাই নয়, দারুণ একটি রেকর্ডও গড়লেন সিআর সেভেন। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে (ক্যালেন্ডার বছর) উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়েন তিনি। ২০১৭ সালে সবচেয়ে মর্যাদার এ লিগে এখন পর্যন্ত তার গোল সংখ্যা মোট ১৭টি।

Ronaldo

এমন বিরল রেকর্ড গড়ার পর কী উপহার পেতে পারেন তিনি? ক্লাবের স্পন্সর প্রতিষ্ঠান অডি যেন আগে থেকেই ভেবে রেখেছিলেন। দারুণ এই রেকর্ড গড়ায় রিয়াল তারকাকে নতুন গাড়ি উপহার দিয়েছে রিয়ালের পৃষ্ঠপোষক অডি। প্রতিবছর সেরা ফুটবলারকে গাড়ি উপহার দেয়ার রীতি অডির। এবার এই পুরস্কার পেলেন সিআরসেভেন।

এরই মধ্যে নতুন গাড়িটির সঙ্গে দেখাও হয়ে গেছে রোনালদোকে। বেশ উৎফুল্ল মেজাজে গাড়িটির সঙ্গে ফটোসেশন করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সেটিসহ ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই হাতের বুড়ো আঙুল দেখিয়ে ছবি তোলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। নতুন এই গাড়িটি আরএস৭ মডেলের। ৬০০ বিএইচপি প্যাকের গাড়িটির বর্তমান বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।