মেসির রেকর্ডে ভাগ বসালেন বেনজামা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০১৭

চলতি মৌসুমে লা লিগায় নিজেকে খুব একটা মেলে ধরতে পারছেন না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা। তবে চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা ধারাবাহিক এই তারকা। শেষ ম্যাচে করেছেন জোড়া গোল। এর মধ্য দিয়ে লিওনেল মেসির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগে সবশেষ অ্যাপোয়েলের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে রিয়াল। এ ম্যাচে জোড়া গোল করেন ফরাসি এই তারকা। রিয়ালের জার্সিতে এ গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৩ মৌসুমে গোল পেলেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে ২০০৫-০৬ মৌসুম থেকে টানা গোল করে আসছেন মেসি।

২০০৫-০৬ মৌসুমে ফরাসি ক্লাব অলিম্পিক লিয়নে যোগ দেওয়ার পর টানা চার মৌসুমে গোল পান বেনজেমা। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই সব মৌসুমেই গোল করে আসছেন তিনি। নিজের এমন রেকর্ডের কথা ইনস্টাগ্রাম পেজে জানিয়েছেন বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৬ মৌসুমে গোল করেছিলেন রায়ান গিগস। তবে ধারাবাহিক মৌসুমে এই গোল করতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।