চেলসির জয়ের দিনে ম্যানইউয়ের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৩ নভেম্বর ২০১৭

উইলিয়ানের জোড়া গোলে আজারবাইজানের ক্লাব কারাবাখকে ৪-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে কন্তের দল। তবে একই দিন বাসেলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হেরে গেছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা কারাবাখ। উইলিয়ানকে ডি-বক্সের মধ্যে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার রাশাদ সাদিকোভ। সঙ্গে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে ম্যাচের ২১ মিনিটে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড।

football-2

ম্যাচের ৩৬ মিনিটে হাজার্ডের ব্যাকহিলে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ম্যাচের ৭৩ মিনিটে আবারও ডি-বক্সের মধ্যে উইলিয়ান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলের তৃতীয় গোলটি করেন ফাব্রেগাস। আর ৮৫তম মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

ইংলিশ লিগের দারুণ ফর্ম নিয়ে সুইজারল্যান্ডে বাসেলের বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। তবে শেষ মুহূর্তের গোলে হার মানে ম্যানইউ। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় বাসেলের হয়ে গোল করেন এম ল্যাঙ্গ। হারের পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে মরিনহোর দল। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ডের দল বাসেল।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।