শিষ্যদের খুন করার হুমকি গার্দিওলার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২০ নভেম্বর ২০১৭

শিষ্যদের অনুপ্রাণিত করতে কত মন্ত্রই না আওড়ান কোচরা। কখনও উৎসাহ দেন, কখনও বকা। তবে দল ভালো করার পরও শিষ্যদের বকা দিয়েছেন ক’জন? ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা করছেন তার চেয়েও বেশি কিছু। শিষ্যদের কেউ ভুল করলে তাকে রীতিমত খুন করারই হুমকি দিচ্ছেন তিনি!

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থানটা শক্ত করেই আঁকড়ে ধরে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে আট পয়েন্ট এগিয়ে আছে সিটিজেনরা। তবে এখনই আত্মতুষ্টির সুযোগ দেখছেন না দলটির ম্যানেজার পেপ গার্দিওলা। তার কঠিন সতর্কবার্তা, ‘আত্মতুষ্টিতে ভুগলে একেবারে খুন করে ফেলব!’

লিচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের দাপটটা ধরে রেখেছে ম্যান সিটি। গার্দিওলার দল ১২ ম্যাচের মধ্যে জিতেছে ১১টিতেই। তারপরও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ দেখছেন না এই স্প্যানিয়ার্ড কোচ।

শিষ্যদের আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা হতে পারে না, কারণ আমি তাদের ম্যানেজার। একটি দলে এমনটা হওয়ার সুযোগ নেই। যদি হয়, আমি তাকে ভুন করব। আমার দলে কেউ আত্মতুষ্টিতে ভুগতে পারবে না।’

দল হারতেই পারে, কিন্তু তাদের মধ্যে জয়ের তৃষ্ণাটা থাকতে হবে এমনটাই বলছেন গার্দিওলা। তিনি বলেন, ‘তারা খারাপ খেলতে পারে, কোনো দল আমাদের হারাতে পারে। এটা ঘটে। তবে দলটার মধ্যে ভালো খেলার চেষ্টাটা থাকতে হবে। আমরা এমন দল নই, যারা অলীক কল্পনা করে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।