নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে পেরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৬ নভেম্বর ২০১৭

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল পেরু। প্লে-অফের ফিরতি ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো ল্যাতিন আমেরিকার দেশটি। এ ম্যাচের মধ্যে দিয়ে চূড়ান্ত হলো রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দল।

প্লে-অফের প্রথম লেগে হ্যামিল্টনে গোল শূন্য ড্র করেছিলো দু'দল। তাই বিশ্বকাপে খেলতে হলে নিউজিল্যান্ডকে অন্তত এক গোলের ব্যবধানে জিততেই হবে। অন্যদিকে, ড্র করলেই চলবে পেরুর।

এমন সমীকরণের ম্যাচে খেলার ২৮ মিনিটের ফারফ্যানের দারুণ এক গোলে লিড নেয় ল্যাতিন আমেরিকার দল পেরু। গোল শোধে মরিয়া হয়ে উঠলেও, ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি নিউজিল্যান্ড। উল্টো ম্যাচের ৬৫ মিনিটে ক্রিস্টিয়ানো রামোসের গোলে লিড দ্বিগুণ করার সঙ্গে স্বপ্নিল জয় নিশ্চিত করে পেরু।

football

উল্লেখ্য, ৭ মহাদেশের মধ্যে বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে ৩১টি দেশ আর রাশিয়া স্বাগতিক হওয়ায় খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে। ২০১৮ সালের জুন-জুলাইয়ে হবে ফিফা বিশ্বকাপ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।