'নেইমার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে'

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ নভেম্বর ২০১৭

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৭ আর ১৯৯৯ সারে টানা দুটি কোপা আমেরিকা জেতা ব্রাজিল দলেও ছিলেন কার্লোস দুঙ্গা। ৪৪ বছর বয়সী সাবেক এই লেফট-ব্যাক মনে করছেন, নেইমারের কাঁধে চড়েই এবার শিরোপা জিততে পারে ব্রাজিল

সর্বশেষ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের হারটা এখনও দগদগে ঘা হয়ে আছে ব্রাজিলের। ওই ম্যাচটিতে খেলতে পারেননি নেইমার। এবার নেইমারকে নিয়ে আক্ষেপ ঘুচাতে পারে সেলেকাওরা, মনে করছেন কার্লোস, 'জার্মানির বিপক্ষে বিপর্যয়ের পর দলটা আবারও সুগঠিত হয়ে উঠেছে। নতুন কোচ নিয়ে আমরা শিরোপা লড়াইয়ে যাব। আমি আত্মবিশ্বাসী, পরিস্থিতি এখন অনকে বদলে গেছে।'

নেইমার ছাড়াও ব্র্রাজিল দলে উইলিয়ান, সিলভার মত বিশ্বমানের খেলোয়াড়দের ছড়াছড়ি। তাদের নিয়ে এবার ব্রাজিলের শিরোপা জেতার ভালো সম্ভাবনা আছে, এমন দাবি কার্লোসের, 'আমাদের দলে বিশ্ব মানের খেলোয়াড় আছে। দলের দায়িত্ব নেয়ার মত খেলোয়াড় হিসেবে নেইমার, উইলিয়ান এবং থিয়াগো সিলভা আছে। তারা অভিজ্ঞ। আমি ভীষণ আত্মবিশ্বাসী, এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবে।'

ব্রাজিল তো ফেভারিটের তালিকায় থাকছেই। সাবেক এই ফুটবলারের চোখে শিরোপার দাবিদার বাকি দলগুলো কি কি? কার্লোস বলেন, 'একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি চাইব ব্রাজিলই কাপ জিতুক। তবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, স্পেন আর আর্জেন্টিনাকেও টপ ফেভারিটের কাতারে রাখতে হবে। ব্রাজিলকে বিশ্বকাপ জিততে কঠোর পরিশ্রম করতে হবে।'

১৯৯৬-৯৬ মৌসুমে ইতালির ক্লাব ইন্টার মিলানে খেলেছেন কার্লোস। ইতালির মত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল এবার নেই বিশ্বকাপে। ব্যাপারটা কিভাবে দেখছেন? এ প্রসঙ্গে ব্রাজিলের সাবেক এই ফুটবলার বলেন, 'এটাই ফুটবল। এতে বোঝা যাচ্ছে অনেক দল উন্নতি করেছে যারা টপ লেভেলে খেলতে প্রস্তুত। ইতালিকে এখান ঘুরে দাঁড়াতে হবে। তাদের নিয়ে সমালোচনা করা সহজ। তবে আমার মনে হয় না, এটা সঠিক কাজ হবে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।