লুকাকুর রেকর্ডের দিনে বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৫ নভেম্বর ২০১৭

মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে বার্নার্ড বোরহোফ এবং পল ফন হিমস্টের সঙ্গে নাম লেখান বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। পরের ম্যাচেই জাপানের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন লুকাকু।

জাপানের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭২ মিনিটে দলকে লিড এনে দেন লুকাকু। নাসের চ্যাডলির বাড়ানো বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

গত সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বেলজিয়াম। সেই ম্যাচে জোড়া গোল করে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ ৩০ গোল করা বার্নার্ড বোরহোফ এবং পল ফন হিমস্টকে স্পর্শ করেন এভারটনের সাবেক তারকা। জাপানের বিপক্ষে গোল করে দুজনকেই ছাড়িয়ে এককভাবে চূড়ায় জায়গা করে নিলেন চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই তারকা।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।