মোহামেডানকে বিধ্বস্ত করে দুইয়ে শেখ জামাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

মোহামেডানকে বিধ্বস্ত করে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা পুণরুদ্ধারের পথে আরেকধাপ এগিয়ে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ৩-০ গোলে হারিয়েছে এখনো পেশাদার লিগের ট্রফির দেখা না পাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা জামাল দ্বিতীয়ার্ধে মোহামেডানের জালে আরো দুইবার বল পাঠিয়ে বড় জয় নিয়ে ঘরে ফেরে। প্রধান কোচ যোসেফ আফুসি চলে যাওয়ার পর খেলতে নেমে প্রথম ম্যাচেই সহজ জয় পেলো সাবেক চ্যাম্পিয়নরা।

৩৯ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের গোলে এগিয়ে যাওয়া শেখ জামাল ব্যবধান বাড়ায় ৪৯ মিনিটে। জাহেদ পারভেজের পাস থেকে গোল করেন নাইজেরিয়ান রাফায়েল। ম্যাচে ফেরার মতো কোনো আক্রমণই তৈরি করতে পারেনি মোহামেডান।

উল্টো ৫৩ মিনিটে তৃতীয় গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাদা-কালোরা। সলোমন কিংয়ের পাস থেকে জামালের তৃতীয় গোলটি করেন জাহেদ পারভেজ চৌধুরী।

এ জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো শেখ জামাল। ২৪ ঘন্টার ব্যবধানে তাদেরকে জায়গাটা ছেড়ে দিতে হলো নবাগত সাইফ স্পোর্টিংকে। যারা আগের বিকেলে আবাহনীকে হারিয়ে বসেছিল টেবিলের দুইয়ে।

মোহামেডানের এটি লিগে পঞ্চম হার। এ হারে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই পড়ে রইলো কোচবিহীন মোহামেডান।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।