শেখ জামালের নাইজেরিয়ান কোচ আফুসির বিদায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝ পথে কোচ বিদায় করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ মৌসুমের শুরু থেকে ক্লাবটি দায়িত্ব দিয়েছিল নাইজেরিয়ান যোসেফ আফুসিকে। কিন্তু ডাগআউটে মৌসুম শেষ করা হলো দলের সাবেক এ খেলোয়াড়ের।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শেখ জামালের ডাগআউটে দাঁড়িয়েছেন দলের গোলরক্ষক কোচ মোশারফ হোসেন খান বাদল। মোহামেডানের বিপক্ষে খেলোয়াড় তালিকায় শেখ জামালের কোচ হিসেবে অবশ্য যোসেফ আফুসির নামই ছিল।

গত মৌসুমের মাঝামাঝিতে সফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে তাদের পুরোনো কোচ আফুসিকে ফিরিয়ে এনেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে কোচ-ক্লাবের রসায়নটা টিকলো না বেশি দিন।

আফুসির চলে যাওয়া প্রসঙ্গে শেখ জামালের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি কাউকে কিছু না বলে চলে গেছেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।