বালিকা ফুটবলের ফাইনালে ওঠার লড়াই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলের দুটি সেমিফাইনাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেলা ২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ঠাকুরগাঁঁও ও টাঙ্গাইল। বিকেলে চারটায় দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ খেলবে রাজশাহীর বিরুদ্ধে।

ঠাকুরগাঁও সেমিফাইনালে উঠেছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তারা গ্রুপের তিনটি ম্যাচই জিতেছে। অন্য দিকে তাদের প্রতিপক্ষ টাঙ্গাইল সেমিফাইনালে উঠেছে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে। তারা গ্রুপ পর্বে ৩ ম্যাচের দুটি জিতে শেষ চারে নাম লিখিয়েছে।

ময়মনসিংহ সেমিফাইনালে উঠেছে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে। তারা তিন ম্যাচের সবক’টিই জিতেছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রাজশাহী ‘এ’ গ্রুপ রানার্সআপ। তারা তিন ম্যাচের দুটি জিতেছে।

এদিকে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ময়মনসিংহ ৩-০ গোলে টাঙ্গাইলকে হারিয়েছে। রনি আক্তারের হ্যাটট্রিক ময়মনসিংহকে করে গ্রুপসেরা। রনি আক্তার ২৩, ৩৯ ও ৫৪ মিনিটে গোল করেন। সাতক্ষীরা ও কুমিল্লার মধ্যকার অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আরআই/এআরবি/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।