ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ড দলে নেই কেইনও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৭ নভেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর দল গোছানো শুরু করেছে দেশগুলো। এ জন্য প্রস্তুতি ম্যাচ দিয়ে ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা করছে দলের কোচরা। এরই অংশ হিসেবে আগামী মাসে জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইংলিশরা।

তবে ইনজুরির কারণে আলির পর ম্যাচে দুটিতে খেলা হচ্ছে না দুই খেলোয়াড় হ্যারি কেইন এবং হ্যারি উইংকস। ডাক পেয়েছেন ফুটবলার জ্যাক লিভারমোর।

আগামী ১০ এবং ১৪ নভেম্বর যথাক্রমে জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে ইনজুরি জেঁকে বসেছে ইংল্যান্ড শিবিরে। হ্যামস্ট্রিং-এর ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েছিলেন ডেলে আলি। এবার পায়ের ইনজুরির কারণে কেইন এবং গোড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়লেন উইংকস।

তাই জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দল সাজাতে কিছুটা হিমশিম খেতে হবে কোচ গ্যারেথ সাউথগেটকে। একই সাথে আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের আগে ইনজুরির এমন খবর দুঃসংবাদই বটে ইংল্যান্ডের জন্য।

এদিকে কেইনের ইনজুরির কারণে ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে পারে ট্যামি আব্রাহামের।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।