ডর্টমুন্ডকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ এএম, ০৫ নভেম্বর ২০১৭

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিকের রাজত্বে যা একটু বাধা সৃষ্টি করতে পারে বরুশিয়া ডর্টমুন্ড। তবে চলতি মৌসুমে নিজেদের মাঠে পাত্তা পেল না দলটি। বরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন। এ জয়ে লিগের শীর্ষস্থানও ধরে রেখেছে ইয়ুপ হেইঙ্কসের দল।

নতুন কোচের অধীনে দুর্দান্ত খেলতে থাকা বায়ার্নকে ম্যাচের ১৬ মিনিটে লিড এনে দেন আরিয়েন রোবেন। ডান প্রান্ত দিয়ে কিছুটা ভেতরে ঢুকে স্বভাবসুলভ বাঁকানো শটে বল জালে জড়ান ডাচ এই তারকা। এ গোলটি দিয়ে দারুণ এক কীর্তিও গড়েছেন ৩৩ বছর বয়সী এ উইঙ্গার। বুন্দেসলিগার ইতিহাসে ডাচ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা (৯৩) এখন রোবেন।

ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। কিমিচের ক্রস থেকে ‘ব্যাকহিল’ করে বল জালে পাঠান এ পোলিশ স্ট্রাইকার। বিরতির পর ৬৭ মিনিটে ডেভিড আলাবা গোল করলে বড় ব্যবধানেই নিশ্চিত জয়ের পথে থাকে বায়ার্ন।

কিন্তু নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ডর্টমুন্ডের মার্ক বাত্রার দারুণ গোল শুধুমাত্র হারের ব্যবধানটাই কমিয়েছে। এ জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। ২০ পয়েন্ট নিয়ে শালকে থেকে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।