চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে বসুন্ধরা কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

আগের ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছিল ঘরোয়া ফুটবলের নতুন দল বসুন্ধরা কিংস। দুই ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার নিশ্চিত করার পর শনিবার এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা।

কমলাপুর বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের নবাগত দলটি ২-১ গোলে হারিয়েছে অগ্রনী ব্যাংককে। এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ধরা-ছোঁয়ার বাইরে চলে গেলো বসুন্ধরা কিংস।

অভিষেকেই বাজিমাত করা বসুন্ধরা কিংসের নায়ক জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন। ৯ গোল ঝুলিতে নিয়ে শনিবার মাঠে নেমেছিলেন অভিজ্ঞ এ স্ট্রাইকার। দলের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা ম্যাচের নায়কও তিনি। দল জিতেছে তারই জোড়া গোলে।

১১ গোল নিয়ে এখন সবার উপরে ক্যারিয়ারের পড়ন্ত বয়সের এ স্ট্রাইকার। শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পর কাঞ্চনের জায়গাও হলো সতীর্থদের কাঁধে। বসুন্ধরা কিংসের সব উচ্ছ্বাসের কেন্দ্রেই ছিলেন আবাহনীসহ কয়েকটি বড় ক্লাবে খেলা কাঞ্চন।

বসুন্ধরা কিংস ও অগ্রনী ব্যাংকের এ ম্যাচ ঘিরে দর্শকের ঢল নেমেছিল কমলাপুর বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এ দর্শকের বেশিরভাগই ছিল নবাগত ক্লাব বসুন্ধরা কিংসের সমর্থক।

দলের পতাকা-ব্যানার নিয়ে তারা সারাক্ষণ খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেছেন। দলও সমর্থকদের উচ্ছাসের প্রতিদান দিয়েছে চ্যাম্পিয়নশিপ উপহার দিয়ে। পিছিয়ে পড়েও কাঞ্চন-যাদুতে ট্রফি নিশ্চিত করেছে নতুন দলটি।

৬৩ মিনিটে আমির হাকিমের গোলে এগিয়ে যায় অগ্রনী ব্যাংক। বসুন্ধরা কিংসকে ম্যাচে ফেরাতে বেশি সময় নেননি কাঞ্চন-পাঁচ মিনিট পরই ১-১ করেন এ স্ট্রাইকার। ড্র হলে অপেক্ষা বাড়তো বসুন্ধরা কিংসের।

সমর্থকদের অপেক্ষায় রাখেননি কাঞ্চন। ৮২ মিনিটে জয়সূচক গোল করেন অভিজ্ঞ এ স্ট্রাইকার। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নশিপ লিগের আনুষ্ঠানিকতা শেষ করবে ৮ নভেম্বর ইয়ংমেন্সের বিরুদ্ধে ম্যাচ খেলে।

আরআই/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।