রিয়ালে যেতেই বার্সা ছেড়েছেন নেইমার : মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৪ নভেম্বর ২০১৭

চলতি মৌসুমে দলবদলের রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পরই লুইস সুয়ারেজ বলেছিলেন, রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। অনেকেই সে সময় এটাকে ‘নেইমার বার্সা ছেড়ে যাওয়ায় রাগ ঝাড়ছেন সুয়ারেজ’এমনটা মনে করেছিলেন। কিন্তু দাবিটা এখন আরো জোড়ালো হল একই কথাটি মেসি বলায়।

বার্সেলোনা ভিত্তিক পত্রিকা ডিয়ারি গোল এক প্রতিবেদনে জানায়, ‘মেসি মনে করেন রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। গোপনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনাও সারছেন নেইমার।’

স্প্যানিশ গণমাধ্যমের মতে, ‘বয়সের হিসেবে মেসির চেয়ে আগে ক্যারিয়ার শেষ হতে পারে রোনালদোর। সে হিসেবে রিয়ালে গেলে বার্সার চেয়ে কম সময়ের মধ্যে রাজত্ব পাবেন নেইমার। সেই হিসেব করেই নাকি রিয়ালে যেতে চাইছেন নেইমার।’

এদিকে একদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে ইচ্ছুক নন তিনি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাড়াতাড়িই নেইমারকে রিয়ালে দেখছে কিছু স্প্যানিশ গণমাধ্যম।

ফুটবলভিত্তিক স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালন বলেছে, ‘ব্রাজিলিয়ান এই তারকাকে রিয়ালে নিয়ে আসার জন্য তার বাবার সঙ্গে প্রাথমিক কথা সেরে রেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।’

উল্লেখ্য, সেই ছোট বেলা থেকেই নেইমারের পিছু নিয়েছে রিয়াল। ২০১৩ সালে নেইমারের চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল রিয়াল। স্বয়ং ফ্লোরেন্তিনো পেরেজের দাবি, রিয়ালে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালকে টেক্কা দিয়ে নেইমারকে দলে ভেড়ায় তাদের চিরশত্রু বার্সেলোনা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।