গোলের ক্ষুধা কমবে না আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৩ নভেম্বর ২০১৭

ম্যানচেস্টার সিটির ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন শুধুই সার্জিও আগুয়োরোর। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে গোল করে তিনি ভেঙে দিয়েছেন এরিক ব্রুকের ৭৮ বছরের রেকর্ড। একইসঙ্গে দুই ম্যাচ হাতে রেখেই লিগের নকআউট পর্বে উঠেছে তার দল। তারপরও গোল ক্ষুধা কমছে না আগুয়েরোর। আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন, তাদের দলের চাওয়া পাওয়ার কোনো সীমা নেই।

শতভাগ সাফল্য নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রেখেছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে তারা শীর্ষে পাঁচ পয়েন্টের ব্যবধানে। তারপরও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না রেকর্ডবয় আগুয়েরো। দলের লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'না, কোনো সীমা নেই।'

নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ নিয়ে তেমন ভাবনা থাকার কথা নয় ম্যান সিটির। তবে আগুয়েরোর গোলের ক্ষুধা কিছুতেই কমছে না। তিনি বলেন, 'আমার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই যখন আমি গোল করি, খুশি লাগে। তবে দলের একটি খেলোয়াড় তখনই খুশি হয়, যখন দল জেতে।'

দল দুর্দান্ত ছন্দে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের মত আসর কখনই সহজ নয়, উল্লেখ করে আর্জেন্টাইন তারকা বলেন, 'আমি আশাবাদী। আমার মনে হয়, ভবিষ্যতের জন্য এটা ভালো পদক্ষেপ। আমি আশা করি, আমরা যতদূর সম্ভব যেতে পারব।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।