ম্যানইউ-বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০১ নভেম্বর ২০১৭

চার বছরের মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল। এদিকে, বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে সেল্টিককে।

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে বড় অবদান ছিল বেনফিকারও। প্রথমার্ধের খেলা তখন শেষ হওয়ার পথে। ম্যাচের ৪৫তম মিনিটে বোকার মত এক ভুল করে বসেন বেনফিকার ১৮ বছর বয়সী গোলরক্ষক মাইল ভিলার।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এই গোলরক্ষকের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে অবশ্য কঠিন কয়েকটি শট ঠেকিয়েও দিয়েছেন ভিলার।

তবে ম্যাচের ৭৮তম মিনিটে আরও একবার ভুল করে বসে বেনফিকা। তাদের ডিফেন্ডারদের ভুলে পেনাল্টি পেয়ে যায় ম্যান ইউ। সুযোগ পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি ড্যালে ব্লাইন্ড। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর দল।

এদিকে, আরেক ম্যাচে ২-১ গোলের জয়ে সেল্টিকের নকআউট স্বপ্ন ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধের ২২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কিংসলে কোমেন।

দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে এসে সেল্টিককে সমতায় ফিরিয়েছিলেন ম্যাক গ্রেগর। তবে ৩ মিনিট পরই দারুণ এক হেডে বায়ার্নকে আনন্দে ভাসান জাভি মার্টিনেজ। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।