ঘরের মাঠ ওয়েম্বলিতে নেই বেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

ওয়েম্বলিতে নিজের ঘরের মাঠে খেলতে পারছেন না গ্যারেথ বেল। আজ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে টটেনহাম হটস্পারের বিপক্ষে। অথচ টটেনহামের ঘরের ছেলে হয়েও সুযোগ মিলছে না ওয়েলস তারকা বেলের। কাফ (পায়ের গুল) ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে ১৯ জনের দলে রাখেননি রিয়াল কোচ জিনেদিন জিদান।

চোটের কারণে অবশ্য অনেক দিন ধরেই দলের বাইরে বেল। সর্বশেষ তিনি খেলেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রায় এক মাস আগে। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলনে দেখা যায় ওয়েলস তারকাকে। মনে হচ্ছিল, স্পারদের বিপক্ষে ম্যাচেই বিরতি কাটিয়ে ফিরবেন।

২০১৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে আসা বেল পুরোণো ক্লাবের বিপক্ষে খেলার জন্য মুখিয়েই ছিলেন। নিজের ঘনিষ্ঠ এক বন্ধুকেও সে ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, এখনও মাঠে নামার মত ফিট হয়ে উঠতে পারেননি রিয়াল তারকা।

রিয়ালের ইনজুরির তালিকাটা দিনকে দিন বড়ই হচ্ছে। গোলরক্ষক কেইলর নাভাস কোস্টারিকার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন। বার্নাব্যুতে টটেনহাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠলেও পুরোণো ঝামেলা আবারও দেখা দিয়েছে তার।

শংকা আছে রাফায়েল ভারানেকে নিয়েও। সোমবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। রোববার জিরোনার বিপক্ষে লজ্জার হারের ম্যাচেও এক অর্ধে খেলেন তিনি। হটস্পারের বিপক্ষে ম্যাচে জিনেদিন জিদান সম্ভবত পাচ্ছেন না এই ডিফেন্ডারকেও।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।