এবার কোচের বিরুদ্ধে অভিযোগ নেইমারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৭

রেকর্ড পারিশ্রমিকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার পর নেইমারকে সতীর্থদের থেকে বেশি সুবিধা দেয় ক্লাব। তারপরও একটা না একটা ঝামেলা লেগেই আছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ব্রাজিলিয়ান একটি সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনে ভিডিও সেশনের দৈর্ঘ্য নিয়ে নাকি কোচ উনাই এমেরির বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ করেছেন তিনি।

বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর নতুন সতীর্থ এবং কোচের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে নেইমারের। পেনাল্টি নিয়ে একবার সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে লেগে গিয়েছিল। কোচের সঙ্গেও গোটা কয়েক মনোমালিন্য হয়েছে। এবার নতুন করে যোগ হলো ভিডিও সেশন নিয়ে অসন্তুষ্টি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ইউওএল এস্পোর্তে'র প্রতিবেদনে এসেছে, এমেরি স্ট্রাইকারদের জন্য ৩০ মিনিটের ভিডিও সেশন রাখেন। এত বড় দৈর্ঘ্য নিয়েই অসন্তুষ্টি নেইমারের। এজন্য তিনি পিএসজির বোর্ড এবং সতীর্থদের কাছে হতাশা ব্যক্ত করেছেন। জাতীয় দলেও নেইমার সবসময় ছোট ভিডিও সেশন করে থাকেন।

এ নিয়ে এমেরি বলেন, 'নেইমারের মানিয়ে নিতে সময় লাগবে। তার সতীর্থদেরও তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। সে এমন একজন খেলোয়াড়, যে বল নিয়ে অনেক চাপে থাকে। আমাদের হয়ে তার ইতোমধ্যেই অনেক সাফল্য আছে। এটাই নেইমার, সে নেইমারের মতই খেলতে পছন্দ করে এবং নেইমারের মতই উন্নতি করতে পছন্দ করে।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।