এভারটনকে হারিয়ে শেষ আটে চেলসি
![এভারটনকে হারিয়ে শেষ আটে চেলসি](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2017September/football-20171026104902.jpg)
প্রিমিয়ার লিগের জয়ের ধারা লিগ কাপেও ধরে রাখলো চেলসি। ঘরের মাঠে এভাটনকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কন্তের শিষ্যরা।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ২৬ মিনিটেই চেলসিকে লিড এনে দেন অ্যান্তোনিও রুডিগার।
বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল এভারটন। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। তবে ৯৪ মিনিটে একটি গোল শোধ করেন এভারটনের ক্যালভার্ট-লেউইন।
এদিকে দিনের অপর ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যামের কাছে ৩-২ গোলে হেরে গেছে টটেমহ্যাম।
এমআর/আরআইপি