মেসিকে ছাড়াই বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৫ অক্টোবর ২০১৭

মৌসুমের শুরু থেকেই বার্সার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন মেসি। সঙ্গে খেলেছেন দেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বও। কথা উঠেছিল মেসির বিশ্রাম নিয়ে। অবশেষে সেই বিশ্রাম পেলেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। তৃতীয় সারির ক্লাব রিয়াল মুর্সিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামলো বার্সেলোনা

তবে জয় পেতে কোন সমস্যা হয়নি দলটির। রিয়াল মুর্সিয়ার মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।

দলের দুই সেরা তারকা মেসি-সুয়ারেজকে ছাড়াই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে দলটি। বিরতির ঠিক আগে সফরকারীদের লিড এনে দেন পাকো আলকাসের।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ দেউলোফেউ। চার মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়া ২২ বছর বয়সী জোসে আর্নাইজ।

বাকি সময় আর গোল না হলে জয়ে আনন্দে মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার মাঠ কাম্প ন্যুতে হবে ফিরতি লেগ।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।